1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মঘটে লুফটহানসার ক্ষতি ৩০০ কোটি টাকা

২১ মার্চ ২০২৪

একের পর এক ধর্মঘটের আর্থিক প্রভাব পড়েছে জার্মান বিমান সংস্থা লুফটহানসার ওপর, জানালেন সংস্থাটির অর্থনৈতিক প্রধান৷ এর আগে, ২০২৩ সালে বেশ ভালো লাভ করেছিল সংস্থাটি৷

https://p.dw.com/p/4dy4I
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ধর্মঘটকারীদের কয়েকজন
জার্মানির বিমান সংস্থা লুফটহানসার মতে, কর্মী ধর্মঘটের ফলে সংস্থাটির মোট ২৫০ মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে, যা প্রায় ৩০০ কোটি বাংলাদেশি টাকার সমান৷ছবি: Florian Wiegan/Eibner-Pressefoto/picture alliance

জার্মানির বিমান সংস্থা লুফটহানসার মতে, কর্মী ধর্মঘটের ফলে সংস্থাটির মোট ২৫০ মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছে, যা প্রায় ৩০০ কোটি বাংলাদেশি টাকার সমান৷

লুফটহানসার অর্থনৈতিক প্রধান রেমকো স্টিনবের্গেন বুধবার সংস্থার কর্মীদের জন্য একটি অভ্যন্তরীণ বিবৃতি দেন৷ সেখানে তিনি কর্মীদের জানান যে ধর্মঘটের চেয়ে এই ধর্মঘটগুলির প্রভাব দীর্ঘমেয়াদী ছিল৷

মার্চ মাসে লুফটহানসার ব্যালেন্স শিটের হিসাব দেবার সময় ধর্মঘটের আর্থিক প্রভাব বিষয়ে যে ধারণা দিয়েছিলেন স্টিনবের্গেন, সেই অঙ্কের দ্বিগুণেরও বেশি বুধবারের ঘোষিত ২৫০ মিলিয়ন ইউরো সংখ্যাটি৷

ধর্মঘটের দীর্ঘমেয়াদী প্রভাব

অভ্যন্তরীণ বিবৃতিতে স্টিনবের্গেন তুলে ধরেন ক্রু-তালিকা, বিমানের শিডিউল ও ক্রেতা ব্যবস্থাপনার মতো কাজে বাধাগ্রস্ত হবার দিকটি৷

প্রতি সপ্তাহে স্যান ফ্রান্সিসকো ও ফ্রাংকফুর্টের মধ্যে বিমান সংযোগ সংস্থাটির অন্যতম লাভজনক রুট৷ ধর্মঘটের ফলে এই রুটের একাধিক বিমান বাতিল হয়েছে বলে জানান রেমকো স্টিনবের্গেন৷

তিনি আরো বলেন যে এই ধর্মঘটের ধারা ক্রেতাদের লুফটহানসার টিকিট কেনা থেকে বিরত করেছে৷ ফলে ফ্রাংকফুর্ট ও মিউনিখের মতো বড় বিমানবন্দরেও ভিড় কমেছে, যা ব্যবসায় লোকসান করে৷ বিরূপ প্রভাব পড়ে সংস্থাটির কার্গো ব্যবস্থাপনাতেও৷

স্টিনবের্গেন বলেন, ‘‘২৫০ মিলিয়নের ধাক্কা কেউই সামলাতে পারবে না৷'' কিন্তু তিনি আরো যোগ করেন যে ২০২৪ এখনও লাভজনক বছর হতে পারে যদি এপ্রিল মাস থেকে কর্মীদের সাথে ঐক্যমতে আসা যায় ও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিমান চলাচল সম্ভব হয়৷

লুফটহানসার প্রধান নির্বাহী কর্মকর্তা কারস্টেন স্পোরের মতে, ২০২৩ সালে দুর্দান্ত লাভ করে সংস্থাটি, যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণ ছিল৷ ২০২৩ সংস্থাটির সবচেয়ে ভালো পারফর্ম্যান্স থাকা তিনটি বছরের একটি৷

কর্মী ইউনিয়নের সাথে আলোচনা চলছে

লুফটহানসার শ্রম নীতির বিরোধিতায় প্রতিবাদে সংস্থাটির নিরাপত্তা কর্মী, বিমানের কেবিন ক্রু ও বিমানবন্দরেরে গ্রাউন্ড স্টাফ৷

মার্চ মাস শেষ হবার আগেই এই সব দ্বিমতের সুরাহা করতে চায় লুফটহানসা৷

বিমানসেবিকা ও বিমান সেবকদের কর্মী সংগঠন ইউএফও'র চেয়ারম্যান ইওয়াখিম ভাসকেজ ব্যুরগার বুধবার আলোচনা পর্ব শেষ হলে বলেন, ‘‘চুক্তির মেয়াদ ও প্রাপ্য টাকা নিয়ে সমস্যা আছে৷ কিন্তু ইস্টারের ছুটির আগে এবিষয়ে দুই পক্ষ একমত হবে কি না, তা বলা যাচ্ছে না৷''

ভেরদি ইউনিয়ন গ্রাউন্ড স্টাফ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মী, দু'পক্ষেরই প্রতিনিধিত্ব করছে৷ মধ্যস্থতাকারীরা গড়্রাউন্ড স্টাফের বেতন বিষয়ক জটিলতায় জোর দিলেও, ভেরদি জানিয়েছে যে চলমান আলোচনা ফলপ্রসূ না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে তারা৷

বুধবার লুফটহানসার সাথে নিরাপত্তা কর্মীদের তরফে ষষ্ঠ দফার আলোচনায় যায় ভেরদি৷ ভেরদির তরফে মধ্যস্থতাকারী উলফগাং পিপার আলোচনায় বসার আগে বলেন, ‘‘আমরা চাই একমতে পৌঁছতে৷''

এসএস/কেএম (ডিপিএ, রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য