1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যজার্মানি

এবার ধর্মঘটে লুফটহানসা কর্মীরা

৫ ফেব্রুয়ারি ২০২৪

লুফটহানসা কর্মীরা এবার একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে, যা ফ্রাংকফুর্টসহ জার্মানির বড় বিমানবন্দরগুলিকে ঝামেলায় ফেলতে পারে৷

https://p.dw.com/p/4c3fr
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে লুফটহানসার এ৩৮০ উড়োজাহাজ
কর্মী ধর্মঘটে ফ্লাইন নিয়ে সংকটে জার্মানির পতাকাবাহী এয়ারলাইন লুফটহানসাছবি: Sven Hoppe/dpa/picture alliance

জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন লুফটহানসার কর্মীদের একদিনব্যাপী ধর্মঘটে যোগ দেবার আহ্বান জানিয়েছে কর্মী সংগঠন ভেরদি৷ বুধবার এই ধর্মঘট হলে তার প্রভাব পড়বে মিউনিখ, হামবুর্গ, ড্যুসেলডর্ফ, বার্লিনসহ ফ্রাংকফুর্টেও৷

ধর্মঘট শুরু হবে বুধবার ৭ ফেব্রুয়ারি ভোর চারটায়, চলবে বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১০মিনিট পর্যন্ত৷

ভেরদি একটি বিবৃতিতে বলে, ‘‘যেহেতু সকল গ্রাউন্ড স্টাফ ও অন্যান্য কর্মীদের এই ধর্মঘটে ডাকা হচ্ছে, ফলে বহু ফ্লাইটই বাতিল বা বিলম্বিত হবে৷'' তাদের মতে, পরিকল্পিত এক লাখ ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হতে পারে৷

ভেরদির সিদ্ধান্তের সমালোচনা করে লুফটহানসা৷ তাদের বক্তব্য, কোনো আলোচনা শুরু হবার আগেই এত বড় ধর্মঘট যুক্তিহীন৷

জার্মানিতে সড়ক বন্ধ করে কৃষকদের বিক্ষোভ

চলতি বছরে চতুর্থ ধর্মঘট জার্মানিতে

বর্তমানে, ভেরদি ও লুফটহানসার মধ্যে কর্মীদের দাবি নিয়ে একাধিক দফার আলোচনা চলছে৷ ভেরদি লুফটহানসার প্রায় ২৫ হাজার কর্মীর প্রতিনিধিত্ব করে৷

লুফটহানসা নেতৃত্ব বেতন বাড়াবার যে প্রস্তাব এর আগে দিয়েছিল, তা ‘অপর্যাপ্ত' বলে নাকচ করে ভেরদি৷ তাদের দাবি, মজুরি বাড়ুক ১২ দশমিক ৫ শতাংশ, বা অন্তত প্রতি মাসে আগামী ১২ মাসের জন্য পাঁচশ ইউরো বাড়ুক বেতন, বা এককালীন তিন হাজার ইউরো দেওয়া হোক৷

১২ ফেব্রুয়ারি এই দুই পক্ষের আবার আলোচনায় বসার কথা৷ এর আগে এমন ধর্মঘট লুফটহানসাকে কিছুটা চাপে ফেলবে, কারণ ভেরদি জানিয়েছে যে তাদের সদস্যরা দীর্ঘমেয়াদী ধর্মঘটের জন্যেও প্রস্তুত, যদি লুফটহানসা ‘তাদের দাবি না মানতে পারে'৷

অন্যদিকে, লুফটহানসা নিয়ন্ত্রিত সংস্থা ডিস্কাভার এয়ারলাইন্সের পাইলটেরা মঙ্গলবারে ধর্মঘটে থাকবেন৷

এই নিয়ে চতুর্থবার ধর্মঘট চলতি বছরের শুরুতেই৷ ভেরদির ডাকে এর আগে ধর্মঘটে যান গণপরিবহন ও রেল কর্মীরা

জার্মানিতে মুদ্রাস্ফীতির ফলে সবকিছুর দাম বেড়েছে ব্যাপক হারে৷ বিভিন্ন খাতের কর্মীরা জীবনযাপন চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বলেই ধর্মঘটের পথ বেছে নিচ্ছেন, মত বিশেষজ্ঞদের৷

এসএস/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান