1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এবার লুফটহানসার তিন দিনের ধর্মঘট

২৮ ফেব্রুয়ারি ২০২৪

জার্মান বিমান সংস্থা লুফটহানসার কর্মীদের বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১ মার্চ) পর্যন্ত ধর্মঘটে যোগ দিতে আহ্বান জানালো কর্মী সংগঠন ভেরদি৷ একের পর এক ধর্মঘট জার্মানিতে রোজকার বিষয়ে পরিণত হয়েছে৷

https://p.dw.com/p/4czK9
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর
লুফটহানসার মধ্যে বেতন বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত না হওয়ায় আবার ধর্মঘটের ডাক দিয়েছে ভেরদিছবি: Michael Probst/AP/picture alliance

কর্মী সংগঠন ও বিমান সংস্থা লুফটহানসার মধ্যে বেতন বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত না হওয়ায় আবার ধর্মঘটের ডাক দিয়েছে ভেরদি৷ ২০ ফেব্রুয়ারির ধর্মঘটের সাত দিনের মাথায় আবার কর্মবিরতিতে কর্মীরা৷

লুফটহানসার মানবসম্পদ বিষয়ক প্রধান মাইকেল নিগেমান জানান, ২০ ফেব্রুয়ারির পর লুফটহানসা আরেকটি ‘উন্নত' বিকল্প প্রস্তাব দেয়৷ এছাড়া, লুফটহানসা ডিসেম্বরের বদলে মার্চ মাসে বর্ধিত বেতন নীতি চালুর আশাস  দেয়৷ এছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে তিন হাজার ইউরো মূল্যের বোনাসও দেওয়ার কথা বলা হয়৷

তবে সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভেরদি৷ তাদের দাবি, মাসিক বেতন বাড়াতে হবে অন্তত পাঁচশ ইউরো বা মূল বেতনের ১২ দশমিক পাঁচ শতাংশ৷ ১৩ ও ১৪ মার্চ পঞ্চম ধাপের আলোচনায় বসবে কর্মী সংগঠন ভেরদি ও লুফটহানসা৷

যাত্রীদের ঝামেলা যাতে না হয়

লুফটহানসা আলোচনায় ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ ভেরদির৷ তাদের বক্তব্য, এবারের ধর্মঘট এমনভাবে সাজানো হয়েছে যাতে করে যাত্রীদের দুর্ভোগ না পোয়াতে হয়৷ কিন্তু দাবি না মানা হলে ভবিষ্যতে এই পন্থায় বদল আসতে পারে বলে জানান তারা৷

ভেরদির তরফে মূল মধ্যস্থতাকারী মারভিন রেশিনস্কি বলেন, ‘‘প্রথম ধাপে আমরা নিয়োগকর্তাকে চাপে রাখছি, যাত্রীদের ঝামেলায় না ফেলে৷ কিন্তু যদি লুফটহানসা দায়িত্বজ্ঞানহীনভাবে চলতে থাকে, তাহলে দুর্ভাগ্যজনক হলেও যাত্রীদের ভোগান্তি হবে৷ সেটা ঠেকানো এখন লুফটহানসার হাতে৷''

জার্মানিতে বর্তমানে একের পর এক ধর্মঘটের আবহাওয়া - রেল, বিমান, গণপরিবহন সর্বত্র৷ ভেরদির ধর্মঘটের সাথে প্রায় একই দিনে, বৃহস্পতিবার ও শুক্রবার, পশ্চিমাঞ্চলের রাজ্য নর্থ রাইন ভেস্টফালেনের গণপরিবহনকর্মীরাও ধর্মঘটে যাচ্ছেন৷

জার্মান অর্থনীতিতে প্রভাব

জার্মানির কেন্দ্রীয় ব্যাংক, বুন্ডেসবাংক জানিয়েছে যে ২০২৩ সালে জার্মান অর্থনীতি সংকুচিত হয়েছে৷ বিশেষ করে বছরের শেষ তিন মাসে এর হার দাঁড়িয়েছে শূন্য দশমিক তিন শতাংশে৷ বুন্ডেসবাংকের মতে, চলমান ধর্মঘটও এর অন্যতম কারণ৷

২০ ফেব্রুয়ারির ধর্মঘটের আগে বুন্ডেসবাংক বলে, ‘‘রেল ও বিমান খাতসহ বাকি আরো বিভিন্ন খাতের কর্মী ধর্মঘট যে উৎপাদনে প্রভাব ফেলবে না, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না৷''

গত সপ্তাহে, জার্মান সরকার জানায় যে ২০২৪ সালে জার্মান অর্থনীতি যতটা অনুমান করা হচ্ছিল, সেই আকারে বাড়বে না৷

এসএস/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য