1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজীপুরে মেয়র নির্বাচিত জায়েদা খাতুন

২৫ মে ২০২৩

গাজীপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত সবকটি কেন্দ্রের ফলাফলে ১৬ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন৷

https://p.dw.com/p/4RpGj
Bangladesch Gazipur Wahlen
ছবি: Samir Kumar Dey/DW

স্থানী সময় রাত দেড়টা নাগাদ ৪৮০টির সবকটি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা৷ এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭টি৷ 

অন্য মেয়র প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২ ভোট, হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট, মাছ প্রতীকে আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী এম. এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট পেয়েছেন৷

মোট ভোটারের সংখ্যা ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন৷ তার মধ্যে ভোট দিয়েছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৫০ জন৷ অর্থাৎ, ভোটের হার ছিল ৪৮.৭৫ শতাংশ৷

বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ৷ নগরীর ৫৭টি ওয়ার্ডে  ৪৮০টি কেন্দ্রের সবগুলোতে ইভিএম মেশিনে ভোট দিয়েছেন ভোটাররা৷ 

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন ডয়চে ভেলের প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন ও সমীর কুমার দে৷ এর মধ্যে কয়েকটিতে প্রচুর ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছেন তারা৷ গাজীপুর সদরে অবস্থিত মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার একটি ভোটকেন্দ্রের বাইরে ছিল লম্বা লাইন৷ আবার বিপরীত চিত্র দেখা গেছে মোগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে৷ দুপুর নাগাদ সেখানে তেমন ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি৷ 

বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেও ডয়চে ভেলের দুই প্রতিনিধি টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুনের এজেন্ট দেখতে পাননি৷ এমনকি ভোটকেন্দ্রের বাইরে অন্য মেয়র প্রার্থীদের প্রচুর পোস্টার থাকলেও ছিল না তার পক্ষে তেমন কোন প্রচার৷

তবে সরব ছিলেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের সমর্থকেরা৷ কেন্দ্রে কেন্দ্রে ছিল তার এজেন্ট৷ গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি৷ বাড়ির পাশের কেন্দ্রে অন্য প্রার্থীদের এজেন্ট নেই কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজমত উল্লাহ খান বলেন, ‘‘আমি তো কাউকে কোনো প্রার্থীর এজেন্ট দিতে পারব না৷’' নির্বাচনকে অংশগ্রহণমূলক বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘আজকে জনগণ যাকে নির্বাচিত করবে আমি সেই রায় অবশ্যই মেনে নেব৷’’

কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন৷ এসময় তিনি বলেন, ‘‘জয়ের ব্যাপারে আশাবাদী, হানড্রেড পারসেন্ট।' জাহাঙ্গীর বলেন, ‘‘কিছু লোককে তারা বের করে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের এজেন্ট তারপরও ঢুকেছে। তারা টঙ্গীতে কয়েকটি জায়গায় এটা করেছিল। আমরা আরও তথ্য নিচ্ছি, কোথাও যদি এ ধরনের কোনো ঘটনা হয় আমরা গণমাধ্যমের সামনে আসব৷’’

এদিকে ডয়চে ভেলের  কাছে অনেক ভোটার জানিয়েছেন ইভিএম মেশিনে কীভাবে ভোট দিতে হয় তারা তা জানেন না৷ ভোট গ্রহণ কক্ষে ইভিএম নিয়ে জটিলতাও লক্ষ্য করা গেছে৷ কোথাও যন্ত্র কাজ করছিল না, কোথাও আঙ্গুলের ছাপ মিলছিল না৷ এতে বিপাকে পড়েন ভোটাররা, লাইনে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় তাদের৷

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে চার হাজার ৪৩৫টি সিসিটিভি বসিয়েছিল নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশন সচিবালয়ে বসেই সিসিটিভি'র মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা৷ সিসিটিভির ছবি প্রদর্শনের জন্য ছিল ১৮টি ডিজিটাল ডিসপ্লে৷

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দুইজনকে আটকের নির্দেশ দেন নির্বাচন কমিশন৷ গোপন কক্ষে প্রবেশ ও ভোটদান প্রভাবিত করায় তাদেরকে আটক করা হয়৷ এর মধ্যে একজনকে ৩ দিন আটক রাখার আদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট৷

নগরীর ৫৭টি ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়৷ আট মেয়র প্রার্থীসহ সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৩৪ জন প্রার্থী ছিলেন৷ 

এফএস/টিএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য