1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২২ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী জার্মানিতে

২৯ জুন ২০২৩

রাশিয়া ইউক্রেনে হামলার শুরু করার পর, দেশটি থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে জার্মানিতে৷ এর মধ্য দিয়ে, আগের যে কোন সময়ের তুলনায় মোট অভিবাসীর সংখ্যায় রেকর্ড গড়েছে জার্মানি৷

https://p.dw.com/p/4TDcq
Deutschland | Ankunft ukrainischer Flüchtlinge in Berlin
ছবি: Hannibal Hanschke/Getty Images

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে জার্মানিতে অভিবাসীদের সংখ্যা অন্য যে কোনও বছরের তুলনায় বেশি ছিল৷

সংস্থাটি বলছে, গেল বছর ২৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক এসেছেন জার্মানিতে৷ এর মধ্যে ফিরে গেছেন ১২ লাখ৷ আর রয়ে গেছেন ১৪ লাখ ৭০ হাজার৷

এত সংখ্যক বিদেশি আসার প্রধান কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধকে চিহ্নিত করেছে জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থাটি৷ ডেস্টাটিস জানায়, এক লাখ ১০ হাজার ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে নিরাপত্তা খুঁজতে বাধ্য হয়েছেন৷

২০২১ সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ওই বছর ১৩ লাখ ২০ হাজার বিদেশি এসেছিলেন৷ আর ফিরে গেছেন, প্রায় ১০ লাখ মানুষ৷

জার্মানির অভিবাসীরা যেখান থেকে আসেন

রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করার পর, গেল বছরের মার্চ থেকে মে-এর মধ্যে বেশিসংখ্যক ইউক্রেনীয় জার্মানিতে এসেছিলেন৷ আর আগস্ট থেকে তাদের আসার সংখ্যা কমতে শুরু করে৷

সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্ক থেকে আসা মানুষের সংখ্যাও আগের বছরের তুলনায় ২০২২ সালে বেড়েছে৷

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থেকেও জার্মানিতে আসার প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ গেল বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা অভিবাসীর সংখ্যা ৮৭ হাজার৷ আর ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৮১ হাজার৷

বিশেষ করে রোমানিয়া, পোল্যান্ড এবং বুলগেরিয়ার নাগরিকেরাই সবচেয়ে বেশি এসেছেন জার্মানিতে৷

অভিবাসী হচ্ছেন জার্মানরাও

গেল বছর নিজ দেশে ছেড়ে অভিবাসী হওয়া জার্মানদের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷ গত বছর দেশ ছেড়েছেন ৮৩ হাজার জার্মান নাগরিক৷ ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৬৪ হাজার৷

অভিবাসনের ক্ষেত্রে জার্মান নাগরিকদের প্রধান গন্তব্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং যুক্তরাষ্ট্র৷

অভ্যন্তরীণভাবেও ১০ লাখ জার্মান নাগরিক নিজে দেশের ১৬টি রাজ্যের মধ্যে অভিবাসন করেছেন৷

রাজধানী বার্লিন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভ্যুরটেমবের্গে সবচেয়ে বেশি জার্মান নাগরিক স্থানান্তরিত হয়েছেন৷ আর সবচেয়ে কম হয়েছে ব্রান্ডেনবুর্গে৷

টিএম/কেএম (ডিডাব্লিউ)