1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিমেক্সিকো

মেক্সিকোয় ৩৯ জনকে পুড়িয়ে মারার অভিযোগে তদন্ত

৩০ মার্চ ২০২৩

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর চিউদাদ জুয়ারেসে মঙ্গলবার আগুনে পুড়ে ৩৯ জন মারা যান৷ পরে এক ভিডিওতে দেখা যায়, একটি ঘর থেকে দরজা ভেঙে বের হবার চেষ্টা করছেন অনেকে৷ দরজা না খুলে সামনে দিয়েই হেঁটে যান তিন প্রহরী৷

https://p.dw.com/p/4PVkO
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশ
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশছবি: Daniel Cardenas/AA/picture alliance

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক ভিডিও চিউদাদ জুয়ারেস শহরের ওই ডিটেনশন সেন্টারটিতে আগুনে পুড়ে এত মানুষের মৃত্যুর কারণ সম্পর্কে বড় রকমের সন্দেহের জন্ম দিয়েছে৷ উঠেছে ইচ্ছে করে দরজা না খুলে মানুষ হত্যার অভিযোগ৷

বুধবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী রোজা ইচেলা রদরিগেজ জানান, ৩৯ জনের মৃত্যুর জন্য দায়ী হতে পারেন এমন আটজনকে চিহ্নিত করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানিয়েছেন ওই আটজনের মধ্যে দুইজন কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা, একজন অভিবাসন কর্মকর্তা এবং বাকি পাঁচজন এক বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্য৷

এদিকে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মানবাধিকার বিভাগের প্রধান সারা আইরিন হেরেইরাস জানিয়েছেন ‘‘হত্যা এবং সম্পদহানির অপরাধ সংঘটনের অভিযোগের '' তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে৷ তদন্তকারীরা অন্যান্য সম্ভাব্য অভিযোগও যাচাই করবে বলে জানিয়েছেন তিনি৷ সারা আইরিন হেরেইরাস ঘটনায় বলেন, ‘‘সরকারি কর্মচারী বা বেসরকারি নিরাপত্তা কর্মীদের কেউ দরজা খুলে অভিবাসনপ্রত্যাশীদের বের হতে সহায়তা করেননি৷''

চিউদাদ জুয়ারেস শহরের ডিটেনশন ক্যাম্পটিতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটক ভেনেজুয়েলা এবং গুয়াতেমালার নাগরিকদের রাখা হয়েছিল৷ মঙ্গলবার রাতে আগুন লাগলে সবাই বাইরে আসার চেষ্টা করেন৷ কিন্তু পুরুষদের ঘরগুলোর দরজা বন্ধ ছিল৷ একটি ঘরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ভিডিওটিতে দেখা যায় ঘরটি ধোঁয়ায় আচ্ছন্ন৷ কয়েকজন মানুষ লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করছেন আপ্রাণ৷ ঠিক তখনই দরজার বাইরের রাস্তা দিয়ে উর্দি পরা তিন নিরাপত্তা রক্ষীকে হেঁটে চলে যেতে দেখা যায়৷ দরজা খোলার কোনো চেষ্টাই তারা করেননি৷

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার আগুনে মারা যাওয়া ৩৯ জনের  সবাই পুরুষ৷ নারীরা আগুন থেকে নিজেদের রক্ষা করে বাইরে যেতে পেরেছেন বলে তাদের কেউ মারা যাননি৷

এসিবি/ কেএম (এএফপি, এপি, রয়টার্স)