1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে বিয়ারের কারখানার সন্ধান

১৭ ফেব্রুয়ারি ২০২১

মিশরের আবাইদোস মরুভূমিতে প্রায় পাঁচ হাজারবছরের পুরনো বিয়ারের কারখানা খুঁজে পাওয়া গেছে৷ মিশর ও অ্যামেরিকার প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল বালি-মাটির নীচে চাপা পড়া কারখানাটি খুঁজে পেয়েছেন৷

https://p.dw.com/p/3pTMJ
Ägypten Ausgrabung in Abydos
ছবি: Egyptian Antiquities Ministry/AP/picture alliance

কারখানাটি বিশ্বের সবচেয়ে পুরনো বিয়ার কারখানা বলে ধারণা করা হচ্ছে৷‘দ্য সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিস' তথ্যানুযায়ী, মিশরের প্রাচীনতম নর্মার রাজাদের আমলে সম্ভবত সদ্য সন্ধান পাওয়া বিয়ারের কারখানাটি নির্মাণ করা হয়েছিল৷কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমাদের বিশ্বাস এটা বিশ্বের সবচেয়ে পুরাতন বিয়ারের কারখানা৷” প্রায় পাঁচ হাজার বছর আগে নর্মার রাজা মিশর শাসন করতেন এবং  মিশরকে তিনিই একত্রিত করেন৷ প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি৷

বিয়ারের কারখানাটি বড় বড় আটটি অংশে বিভক্ত৷ প্রতিটি অংশ ৬৫ ফুট লম্বা এবং সেগুলোতে দুই সারিতে প্রায় ৪০টি মাটির পাত্র সাজানো৷ প্রত্নতাত্ত্বিক দলের সহ-প্রধান নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ম্যাথিউ অ্যাডামস বলেন, ‘‘এখানে তৈরি বিয়ার খুব সম্ভবত বিশেষ করে রাজকীয় অনুষ্ঠানের জন্য পাঠানো হতো৷” তাদের ধারণা কারখানাটিতে খুব সম্ভবত একবারে প্রায় সাড়ে ২২ হাজার লিটার বিয়ার তৈরি করা যেতো৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য