1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ক্ষতি করেছে হাথুরুসিংহে

রাহেনুর ইসলাম
১৮ নভেম্বর ২০২৩

বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলতে গিয়েছিল সেমিফাইনালে একটা চোখ রেখে৷ অথচ সেরা আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল একটা সময়৷ দলের এমন বিপর্যয়ে হতাশ ও ক্ষুব্ধ সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান৷

https://p.dw.com/p/4Z83E
বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিমকে না রাখাটা একটা বিরাট ভুল মনে করেন রকিবুল হাসান।
বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিমকে না রাখাটা একটা বিরাট ভুল মনে করেন রকিবুল হাসান।ছবি: R. SATISH BABU/AFP

কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশের ক্রিকেটকে বিভাজিত করছেন বলেও মনে করেন তিনি৷ ‘ডয়েচে ভেলে'কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খোঁজার পাশাপাশি উত্তরণের পথও দেখিয়েছেন তিনি৷ সাক্ষাৎকারটি নিয়েছেন রাহেনুর ইসলাম।

ডয়েচে ভেলে : এবারের বিশ্বকাপে কেবল দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ৷ অথচ লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা৷ অধিনায়ক সাকিব আল হাসানও বলেছেন বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ বিশ্বকাপ এটি৷ এই ব্যর্থতার কারণটা কি?

রকিবুল হাসান: আমরা আগে তিনটা করে ম্যাচ জিতেছি, এবার দুইটা জিতলাম৷ এই হিসাবে দলের উন্নতি বা অবনতির মূল্যায়ন করা যাবে না৷ আমি যদি উন্নতিই বলি, দেখা গেল আমি তিন ম্যাচ থেকে চার ম্যাচ জেতার মত অবস্থা করলাম, সেটা পাঁচ বা দশ শতাংশ৷ কিন্তু আমার প্রতিপক্ষরা তো বসে নাই৷ তারা তো উন্নতি করছে৷ তো সেই মাপকাঠিটাও আমাকে জানতে হবে, যে তারা কতদূর এগিয়েছে আর আমি তাদের পেছন পেছন কতদূর এগিয়েছি৷ এবার আমাদের খারাপ করার অন্যতম বড় কারণ, আমাদের প্রস্তুতিটা ঠিক হয়নি৷ আমাদের এই টিমটা কিন্তু ভালো ছিল৷ হঠাৎ করে দেখলাম বিশ্বকাপের তিন-চার মাস আগে থেকে দলটার মধ্যে একটা হযবরল অবস্থা৷

এই দায়টা কার?

তামিমকে দিয়ে শুরু হলো একটা বিতর্ক৷ তামিমকে রাখবে কি রাখবে না, এটা নিয়ে জলঘোলা হল৷ আমি আগেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলব-বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ক্ষতি করেছে কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে৷ এবং সামনেও কি কিরবে আমি জানি না৷ ও একবার আমাদের কোচ হিসাবে ছিল, আবার মাঝপথে চলে গিয়েছিল৷ তারপর আবার তাকে আনলাম৷ কোচ পাওয়া যায় না বিশ্বক্রিকেটে আর আমাদের দেশে কোচরা আসতেও চায় না৷ এ পর্যন্ত ইতিহাস নাই যে কোন কোচ সম্মানের সঙ্গে বিদায় হয়েছে বাংলাদেশ থেকে৷ তবু বলব. হাতুরাসিংহে এমন কোন উঁচু মানের কোচ নয়৷ আগের বারও দেখেছি, এবারও দেখছি তার একটা পলিসি যে, সিনিয়র খেলোয়াড়দের সে সরিয়ে দিতে চায়৷ এটা ভুল৷

বিশ্বকাপের উত্তাপটা অন্যরকম৷ এটা খুবই উঁচু মানের প্রতিযোগিতা৷ এখানে অভিজ্ঞ খেলোয়াড়রা খেলবে এবং খেলে৷

বিশ্বকাপটা ভারতে হওয়ায় অনেক আশাবাদী ছিল বাংলাদেশ৷ কন্ডিশনটা সাকিবরা কাজে লাগাতে পারলেন না কেন?

ভারতের কন্ডিশন কিন্তু দশ বছর আগের মত নেই৷ এখন ভারতের পিচ বলি, খেলোয়াড় বলি বা আবহাওয়া বলি-এতগুলো স্টেডিয়াম তারা করে ফেলেছে৷ এত বড় দেশ৷ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খেলতে গেলে পরিবেশ বদলে যায়৷ ধর্মশালায় খেলতে গেলে ঠান্ডা পরিবেশ৷ চেন্নাইয়ে আবার গরম৷ এই যে সুইচ ওভার, সুইচ অফ-এই জিনিসগুলো আমরা ধাতস্থ করতে পারিনি৷ আমাদের ব্যাটাররা পারেনি বিশেষ করে৷ আর ক্রিকেট তো ব্যাটারদেরই খেলা৷ আমাদের বোলারদেরও সমস্যা হয়েছে৷ একই সঙ্গে কিন্তু অন্য দলগুলোও স্ট্রাগল করেছে প্রথম দিকে, শুধু ভারত ছাড়া৷ অস্ট্রেলিয়ার মত দল ধারাশায়ী হয়েছে ভারতের সঙ্গে৷ শ্রীলঙ্কা ৫০ রানে গুটিয়ে গেছে৷

তামিম ইকবালকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা কতটা প্রভাব রেখেছে দলের ওপর?

তামিমকে দলে না রাখাটা একটা বিরাট ভুল আমি মনে করি আমি৷ তামিম ফিট ছিল৷ মেডিক্যাল টিম, ফিজিও ওকে ক্লিয়ারেন্স দিয়েছিল৷ সে যাবে, খেলবে৷ কিন্তু অধিনায়ক সাকিবও তাকে রাখতে চায় না৷ এটা একেবারে প্রকাশ পেয়ে গেছে৷ কেন রাখতে চায় না, কোচও কেন রাখতে চায় না, এটা তদন্ত করলেই জানা যাবে৷ কিন্তু দেশের ক্ষতি যেটা হওয়ার সেটা হয়ে গেছে৷ তামিম খেললেই যে আমরা আরেকটা ম্যাচ জিতে যেতাম সেটা বলব না৷ তবে দলের ভারসাম্যটা ঠিক থাকত, শক্তিমত্তাটা আরও একটু বেশি থাকত৷ এগুলো প্রভাব ফেলেছে দলের মধ্যে৷

তরুণরা পারফর্ম করতে পারেনি এবার৷ তারাও কি তামিমের ঘটনায় অনিশ্চয়তায়ভুগেছিল?

আমাদের এই দলে কিছু তরুণ খেলোয়াড় ছিল৷ তিন-চার জনের মত৷ তারা আগামী দিনের খেলোয়াড়৷ এরকম ঘটনা যখন ঘটে (সাকিব-তামিমের দ্বন্দ্ব) তখন এগুলো প্রভাব ফেলে৷ সাকিব আবার অধিনায়ক হয়ে টিভিতে যেয়ে বলে দিলেন যে তামিম ভালো টিমমেট না৷ যেটা আরও বেশি ক্ষতি করেছে৷ তাহলে সাকিব নিজে কি ভালো টিমম্যান৷ উনি তো এশিয়া কাপ থেকে দেশে ফিরে এসে বিজ্ঞাপনের প্রচারণায় গেলেন৷ এটা কোন দেশে হয় না৷ এটা পরিবারের কারও অসুখ হলে অন্য ব্যাপার৷ কাজেই আমি বলব, এখানে ম্যানেজমেন্টেরও সমস্যা আছে৷ আমরা বিশ্বকাপের দল ঘোষণা করলাম একেবারে শেষ দিনে৷ সেটাই প্রমাণ করে আমাদের প্রস্তুতিটা ঠিক ছিল না৷ আমাদের শৃংখলাও ঠিক ছিল না৷

ব্যাটিং অর্ডার বদলে দেওয়া নিয়েও বিতর্ক হয়েছে যথেষ্ট৷

ব্যাটিং অর্ডার আমরা অনেক বেশি পরিবর্তন করেছি৷ একজন তিন নম্বরে ভালো করলো, অথচ পরের দিন তাকে খেলানো হচ্ছে অন্য পজিশনে৷ হ্যাঁ, ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়, সেটা প্রয়োজনে৷ পাঁচ-ছয়টা দ্রুত আউট হয়ে গেলে কোন একজন ব্যাটসম্যানকে প্রটেক্ট করাটা পুরনো রীতি৷ তাই বলে ধারাবাহিকভাবে তো এটা করা যায় না৷

আর আমরা একটা জিনিস ভুলে গেছি, প্রথম থেকে আমাদের স্বপ্ন দেখানো হয়েছে, খেলোয়াড়রা দেখিয়েছে, অফিসিয়ালরা দেখিয়েছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখিয়েছেন, যে আমরা সেমিফাইনাল খেলব৷ আমরা একেবারে সেমিফাইনাল খেলতে যাচ্ছি! অথচ চ্যাম্পিয়নস ট্রফিতেই জায়গা করতে পারছিলাম না৷ শ্রীলঙ্কা যদি ওভাবে ক্লোজ ম্যাচে না হারত, তাহলে হয়ত আমরা বাইরে থাকতাম৷ এই সমস্যাগুলো থাকলে একটা দল ভালো খেলতে পারে না৷

বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে৷ সেই ধাক্কা কাটিয়ে আফগানরা আশা জাগিয়েছিল সেমিফাইনালের৷ আর বাংলাদেশ পিছিয়ে গেছে ক্রমাগত৷ এর কারণটা কি?

রকিবুল হাসান : কি খেলাটা না ওরা খেলেছে৷ এই বিশ্বকাপে বলা হচ্ছে আফগানিস্তান সবচেয়ে রেসপেক্টেড দল এবং সবচেয়ে আকর্ষণীয় দল৷ ওরা চারটা ম্যাচ জিতেছে এবং যেভাবে খেলেছে-মানে ওরা দেশের জন্য খেলেছে৷ জয়ের জন্য খেলেছে৷ জানবাজি ধরে খেলেছে৷ কিন্তু আমাদের খেলোয়াড়দের মধ্যে এগুলোর ঘাটতি দেখা গেছে৷

এই ব্যর্থতা কাটাতে কি করতে হবে বাংলাদেশকে?

বিসিবিকে ধন্যবাদ জানাই, কারণ শুনলাম ওরা এই ব্যর্থতার একটা পোস্টমর্টেম করবে৷ তবে এখানে নিরপেক্ষ ইনকোয়ারি কমিটি হওয়া উচিত৷ তবে মাথায় রাখতে হবে এটা চোর ডাকাত ধরার জন্য করব না৷ এখানে কি কি ভুল ছিল, কি ব্যত্যয় হয়েছে৷ এগুলো খুঁজে এখন কি করা উচিত সেটা ঠিক করতে হবে৷ বুঝতে হবে আমরা যে এখন ক্রিকেট খেলছি এটা সেই ৩০ বছর আগের ক্রিকেট না৷ এখন ক্রিকেট হয়ে গেছে একটা সায়েন্স৷ ক্রিকেট এমনিই একটা সায়েন্স, এখন সেটা আরও বেশি৷ একই সঙ্গে জিওমেট্রিক খেলা৷ ব্যাটিংয়ের অ্যাঙ্গেল আছে, বোলিংয়ের অ্যাঙ্গেল আছে৷ এগুলো টিম ম্যানেজমেন্টকে মাথায় নিতে হবে৷

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বিশ্বকাপ চলার সময় বিস্ফোরক কথা বলেছিলেন সংবাদ মাধ্যমে৷

ভাই বিশ্বকাপে কোন দেশের টিম ডিরেক্টর আছে? একটা দেশেরও নাইা৷ উনি একজন বোর্ডের ডিরেক্টর৷ এবং উনি কি করলেন, উনি জানেনই না যে উনার কাজটা কি৷ উনি আবার এটা অভিযোগ করলেন, এটা ওখানে খেলোয়াড়রা দেখল, দেশের মিডিয়া-বাইরের মিডিয়া দেখল যে আমাকে দল নির্বাচনে ডাকা হচ্ছে না৷ আমি ওখানে আমার মতামত দিতে পারছি না৷ এখানে ক্যাপ্টেন আর কোচ দল করতেছে৷ আমি কেন আসলাম, আগে জানলে আসতাম না৷ আপনাকে আসতে বলছে কে? এক৷ দুই নম্বর কথা হচ্ছে টিম খেলা চলাকালীন কোন সময় অন্য কেউ ইনভলভ হবে না৷ একমাত্র ক্যাপ্টেন এবং কোচই সব করবে৷ এগুলো যখন আপনি পাবলিকলি বলতেছেন, তখন ব্যাপারটা এমন দাঁড়ায়-আমরা খেলায় হারছি একই সঙ্গে সম্মানহানিও হচ্ছে৷ ঘরের কথা আমরা পাবলিকলি বলতেছি৷ এটা ভেতরেই বলা উচিত ছিল৷ এসব টিম ডিরক্টরের মত পোস্ট কোনভাবে সৃষ্টি করা উচিত না৷ ছোট্ট একটা ম্যানেজমেন্ট নিয়ে চলে যাওয়া উচিত,সাপোর্ট স্টাফ নিয়ে৷

নির্বাচক কমিটি নিয়েও বিতর্ক হচ্ছে৷ বাংলাদেশের ব্যর্থতায় নির্বাচকদের ভূমিকা কতটা দেখছেন৷

১২ বছর ধরে এই সিলেকশন কমিটি আছে (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন)৷ তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান সব ঠিক আছে৷ কিন্তু গোটা পৃথিবীতে তো ১৫ বছর ধরে এক সিলেকশন কমিটি থাকে না৷ কারণ নতুন লোক আসবে, নতুন চিন্তা ভাবনা চেতনা আসবে৷ নতুন আইডিয়া আসবে৷ নতুন এনার্জি আসবে৷ এই দিক থেকে আমি মনে করি পুরো সিলেকশন কমিটির পরিবর্তন হওয়া উচিত৷ নতুন কমিটি যেটা হবে সেটা যেন অভিজ্ঞদের দিয়ে করা হয়৷ এমন না যে কারও খাতিরের লোককে এনে বসিয়ে দেয়া হয়৷ অভিজ্ঞ এবং জানাশোনা লোক দিয়ে করতে হবে৷ 

রাহেনুর ইসলাম সাংবাদিক