1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের পানির নীচে পাওয়া যাওয়া গুহা

২৬ আগস্ট ২০২২

ফ্রান্সের দক্ষিণ উপকূলে মার্শেই শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এক অপূর্ব স্থাপত্য লুকিয়ে আছে৷ ১৯৮৫ সালে অঁরি কুসকে নামের এক ডাইভার হঠাৎ করেই পানির নীচে একটি গুহা আবিষ্কার করে ফেলেন৷ এটিই পানির নীচে পাওয়া একমাত্র গুহা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের পাথরচিত্র আছে৷ এখানে প্রায় পাঁচশ চিত্র রয়েছে৷ এগুলো ৩৩ হাজার বছর পুরোনো৷ তখন গুহার প্রবেশ পথ সমুদ্র থেকে অনেক ওপরে ছিল৷

https://p.dw.com/p/4G4wx