1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানকে নির্বাচনে অনিয়ম তদন্তের অনুরোধ

২২ মার্চ ২০২৪

পাকিস্তানের সংসদ নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে৷ সেগুলোকে তদন্তের আওতায় নেয়ার জন্য সে দেশের নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন ডনাল্ড লু ৷

https://p.dw.com/p/4e0iN
ডনাল্ড লুয়ের ছবি
পাকিস্তানের সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো তদন্তের অনুরোধ জানিয়েছেন ডনাল্ড লু ছবি: Rod Lamkey - CNP/picture alliance

যেসব আসনে হস্তক্ষেপের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে সেখানে আবার নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান তিনি৷

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাবকমিটিকে বুধবার লু বলেন, ‘‘আমরা কখনও এই নির্বাচনের বর্ণনায় ‘অবাধ ও নিরপেক্ষ' টার্ম ব্যবহার করিনি৷''

পাকিস্তানের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পরীক্ষা করে দেখছে ঐ সাবকমিটি৷ তার অংশ হিসেবে লুর সঙ্গে কথা বলেছে তারা৷ কমিটিকে লু জানান, ‘‘নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম৷ স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে ব্যর্থতা, বিরোধীদের গণহারে গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ করা এবং সাংবাদিকদের উপর সেন্সরশিপ ও চাপ প্রয়োগ করা নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম৷''

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও অনিয়মের খবরে উদ্বেগ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছে৷ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহিংসতা ও মোবাইল সেবা বন্ধ করায় উদ্বেগ জানিয়েছিলেন৷

২০২২ সালে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোয় তার সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লু৷ ‘‘এসব অভিযোগ, এই ষড়যন্ত্র তত্ত্ব, মিথ্যা,'' বলেন তিনি৷ সেই সময় উপস্থিত দর্শকদের কেউ কেউ চিৎকার করে তার বক্তব্যের প্রতিবাদ করেন৷ লু জানান, তিনি এসব অভিযোগের বিষয়ে হুমকি পেয়েছেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য