1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

জয়ের অবাস্তব স্বপ্ন দেখছে রাশিয়া: জেলেনস্কি

২ জানুয়ারি ২০২৪

রাশিয়ার সেনাবাহিনীর বেহাল অবস্থার দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো সংগ্রাম চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ অন্যদিকে এখনো রুশ হামলার আশঙ্কায় রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী৷

https://p.dw.com/p/4anKj
সেনা বাহিনীতে পাঁচ লাখ আসন পূর্ণ করতে চাইছে ইউক্রেন। বিদেশে বসবাসকারী ইউক্রেনীয়দের দেশে ফেরার আবেদন জানানো হচ্ছে।
সেনা বাহিনীতে পাঁচ লাখ আসন পূর্ণ করতে চাইছে ইউক্রেন। বিদেশে বসবাসকারী ইউক্রেনীয়দের দেশে ফেরার আবেদন জানানো হচ্ছে।ছবি: Ukrainian Presidency/ZUMA Wire/IMAGO

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রায় দুই বছর পরেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ কোনো পক্ষই যুদ্ধক্ষেত্রে নতুন সাফল্যের মুখ দেখছে না৷ সম্প্রতি রাশিয়া ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আকাশ থেকে আক্রমণ বাড়িয়ে দিয়েছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ‘বিশেষ সামরিক অভিযান' বন্ধ করার বদলে বরং আরো জোরদার করার ঘোষণা করেছেন৷ রাশিয়ার বেলগোরোদ শহরের উপর ইউক্রেনের জোরালো হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হবার পর পুটিন এই অঙ্গীকার করেন৷

এমন পরিস্থিতি সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দমে যেতে প্রস্তুত নন৷ তাঁর মতে, রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মুখ দেখছে৷ ‘ইকোনমিস্ট' পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, আভদিভকা শহরের কাছে সাম্প্রতিক  সংঘর্ষে হাজার হাজার রুশ সৈন্য নিহত হয়েছে৷ এমনকি তাদের মৃতদেহও উদ্ধার করা হয় নি৷ জেলেনস্কি নিজে গত সপ্তাহে ইউক্রেনের পূর্বে সেই যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন৷ ইউক্রেনের প্রেসি়ডেন্টের মতে, রাশিয়া জয়ের যে স্বপ্ন দেখছে বাস্তবের সঙ্গে সেই ধারণার কোনো মিল নেই৷ তিনি মস্কোর সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন৷ জেলেনস্কির মতে, একমাত্র সেনাবাহিনী গুছিয়ে নেবার প্রয়োজন হলে তবেই রাশিয়া যুদ্ধবিরতির কথা বলতে রাজি হবে৷

রাশিয়ার হাত থেকে অধিকৃত এলাকা উদ্ধার করতে ইউক্রেন গত বছর যে পালটা আক্রমণ অভিযান চালিয়েছে, তার আশানুরূপ ফল পাওয়া যায় নি বলে জেলেনস্কি স্বীকার করেন৷ তবে তাঁর মতে, প্রত্যাশা অনুযায়ী হয়তো যথেষ্ট দ্রুত সাফল্য আসে নি৷ অন্যদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ ভেঙে ইউক্রেনের বাহিনী খাদ্যশস্য রপ্তানি আবার সম্ভব করে বড়-  সাফল্য দেখিয়েছে বলে জেলেনস্কি দাবি করেন৷

মঙ্গলবারও ইউক্রেনের সেনাবাহিনী গোটা দেশে আকাশপথে হামলা সম্পর্কে সতর্কতার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে৷ শুধু ড্রোন নয়, আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে৷ প্রথমে ১৬টি, তারপর ২০টি রুশ বোমারু বিমান আকাশে টহল দিচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে৷ উল্লেখ্য, গত ২৯শে ডিসেম্বর রাজধানী কিয়েভ-সহ দেশের বিভিন্ন প্রান্তে এমন হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে৷ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলাও অব্যাহত রয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)