1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাজ মারার মূল্য কত?

১৯ আগস্ট ২০২৩

দৈত্যের মতো বড় জাহাজগুলোর আশি ভাগের মৃত্যু হয় বাংলাদেশসহ দক্ষিণ এশীয় উপকূলগুলোতে। এই মৃত্যুতে আছে আর্থিক লাভ। তবে আছে মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকিও। ডয়চে ভেলে ও বাংলাদেশি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বিশ্বের সবচেয়ে বড় শিপব্রেকিং ইয়ার্ড চট্টগ্রামের সীতাকুণ্ড ঘুরে এই ক্ষতি কতটা গভীরে, তা বোঝার চেষ্টা করেছে। উত্তর খুঁজেছে, এই পরিস্থিতির জন্য কারা দায়ী, আর এ থেকে বের হবার কোন উপায় আছে কিনা।

https://p.dw.com/p/4VLfN