1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ‘গোপন তথ্য' চীনকে দেয় জার্মানির সাবেক পাইলট!

৮ জুন ২০২৩

জার্মান সংবাদমাধ্যমের এক খবর নিয়ে জার্মানির সরকার উদ্বিগ্ন৷ জার্মানির দুই সংবাদমাধ্যমের দাবি, মোটা অঙ্কের বেতনে চীনে যাচ্ছেন জার্মানির সাবেক পাইলটরা এবং সেখানে কাজের সুবাদে গোপন অনেক তথ্য দিচ্ছেন চীনাদের!

https://p.dw.com/p/4SLSU
পিএলএ-র বায়ি অ্যারোব্যাটিক দলের এক নারী পাইলট
পিএলএ-র বায়ি অ্যারোব্যাটিক দলের এক নারী পাইলটছবি: Johannes Eisele/AFP/Getty Images

শ্পিগেল এবং জেডডিএফ-এ যখন খবরটি আসে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস তখন সিঙ্গাপুরে৷ সেখানে প্রতিরক্ষা বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে যাওয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু-র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয় তার৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জার্মান প্রতিরক্ষামন্ত্রী তখন চীনের প্রতি ‘অবিলম্বে এমন চর্চা বন্ধ করার' আহ্বান জানান৷

অতীতে চীনের সঙ্গে একাধিকবার সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে জার্মানি৷ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এমন দ্বিপাক্ষিক কর্মসূচির নজির রয়েছে৷ তবে শ্পিগেল আর জেডডিএফ-এর খবরটি এমন সময়ে এলো যখন মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও চীনের সঙ্গে চলমান সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে শলৎস সরকার৷

অবসর গ্রহণের পর জার্মান পাইলটদের চীনে কাজ করতে যাওয়া এবং গিয়ে কাঙ্খিত নয় এমন সব অভিজ্ঞতা বা তথ্যও ভাগাভাগি করার খবরটি প্রকাশিত হওয়ার পর জার্মান সরকার নড়েচড়ে বসেছে৷ ধারণা করা হচ্ছে, সাবেক পাইলট এবং অন্য সব অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এমন তৎপরতা থেকে বিরত রাখতে এখন কঠোর হবে বার্লিন৷ আইনজীবী এবং জার্মানির সংসদীয়  প্রতিরক্ষা কমিটির সদস্য মার্কাস ফাবের ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এই চর্চা বন্ধ করার জন্য এখন (প্রতিরক্ষা) মন্ত্রণালয়কে সম্ভব সব কিছু করতেই হবে৷''  তিনি মনে করেন, ‘‘জার্মানির জন্য কাজ করার কারণে যারা (দেশের) নিরাপত্তা-সম্পর্কিত তথ্য জানার সুযোগ পান, তাদের বিষয়ে নিয়মাবলী জরুরি ভিত্তিকে কঠোর করা প্রয়োজন৷''

অবসরের পর সাবেক কোনো সরকারি কর্মকর্তার দেশে বা দেশের বাইরে কাজ করার ক্ষেত্রে জার্মানির আইনে কোনো বাধা নেই৷ দেশে বা দেশের বাইরে কাজ করার সময় তাদের অতীত অভিজ্ঞতা প্রয়োগে বাধা সৃষ্টির সুযোগ সরকারের জন্যও সীমিত৷

চীনের প্রতি ‘অবিলম্বে ‘এমন চর্চা’ বন্ধ করার' আহ্বান জানান জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস
চীনের প্রতি ‘অবিলম্বে ‘এমন চর্চা’ বন্ধ করার' আহ্বান জানান জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসছবি: DW

জার্মানির সংবাদ মাধ্যম দুটির খবরে দাবি করা হয়, অবসরপ্রাপ্ত জার্মান পাইলটদের কাছ থেকে চীনা পাইলটরা বিমান চালানোর বিষয়ে সাধারণ সব তথ্য তো পাচ্ছেনই, সঙ্গে ন্যাটো বাহিনীর কৌশল এবং অভিযান পরিচালনা সংক্রান্ত সামর্থ্য নিয়ে যাবতীয় তথ্যও পেয়ে যাচ্ছেন বিনা কষ্টে৷জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

তবে টিএফএএসএ নামের একটি প্রতিষ্ঠানের দাবি, জার্মান পাইলটরা কোনো গোপন তথ্য চীনের পাইলটদের দেননি৷ শ্পিগেলের প্রতিবেদনে উল্লেখ করা লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতির মাধ্যমে ডয়চে ভেলেকে বলেছে,‘‘ প্রশিক্ষণের যাবতীয় বিষয় এবং উপাদান কঠোরভাবে ‘অশ্রেণিবদ্ধ' (আনক্লাসিফায়েড)৷''

শুধু জার্মান পাইলট নয়..

সাম্প্রতিক সময়ে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের অনেক পাইলটের চীনে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার খবরও সংবাদমাধ্যমে এসেছে৷ দেশের গোপনীয় তথ্য জানতে পারেন এমন সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত নিয়মাবলী কঠোর করার কথা ভাবছে ব্রিটেন৷

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছেন অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া এক সাবেক পাইলট৷ ড্যানিয়েল ডুগান নামের সেই পাইলটকে গত বছর  অস্ট্রেলিয়ায় গ্রেপ্তারকরা হয়৷ তার বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র ও অর্থ পাচারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র৷ তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে৷

উইলিয়াম নোয়াহ গ্লুক্রফ্ট/ এসিবি