1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় গাড়ি থেকে উদ্ধার এক কোটি টাকা

১০ ফেব্রুয়ারি ২০২৩

কলকাতায় আবার টাকা উদ্ধার। এবার গড়িয়াহাটে গাড়ির ভিতর থেকে পাওয়া গেল এক কোটি টাকা।

https://p.dw.com/p/4NJXE
কলকাতায় বিজেপির বিক্ষোভ
ছবি: Payel Samanta/DW

বুধবার কয়লাকাণ্ডের তদন্তে নেমে বালিগঞ্জ থেকে ইডি উদ্ধার করেছিল এক কোটি ৪০ লাখ টাকা। একদিন পরেই এবার বালিগঞ্জের কাছে গড়িয়াহাটে গাড়ির ভিতর থেকে এক কোটি টাকা উদ্ধার হলো।

তবে এই টাকা উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। তাদের কাছে এই বিষয়ে গোপন খবর আসে। তারপর গুন্ডাদমন শাখা গাড়িটি লালবাজারে নিয়ে যায়।

গাড়ির চালক দুলাল মন্ডল ও তার সঙ্গী মুকেশ সারস্বতকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুলাল কলকাতার বেলগাছিয়ার ছেলে। কিন্তু মুকেশের বাড়ি রাজস্থানে। তাদের জিজ্ঞাবাসাবদ করছে পুলিশ। জানতে চাওয়া হচ্ছে, এত টাকা তারা কার কাছে কী জন্য নিয়ে যাচ্ছিল?

গতবছর জুলাই মাসে সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাদ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সেই শুরু।  তারপর ব্যবসায়ী আমির খানের গার্ডেনরিচের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধার হয়।

জানুয়ারিতে মহত্মা গান্ধী রোডে কপিলচরণ বেহরার কাছ থেকে ১২ লাখ টাকা উদ্ধার হয়। রবীন্দ্র সরণির অফিস থেকে উদ্ধার হয় ১৭ লাখ টাকা। তারপর দুই দিনে দক্ষিণ কলকাতায় দুই কোটি ৪০ লাখ টাকা পাওয়া গেল।

জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার)