1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খুন

১৯ অক্টোবর ২০২২

তিন দিনের ব্যবধানে আবার খুনের ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে৷ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ মঙ্গলবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়৷

https://p.dw.com/p/4IPWq
উখিয়ায় রোহিঙ্গাদের একটি ক্যাম্প
উখিয়ায় রোহিঙ্গাদের একটি ক্যাম্পছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের বরাত দিয়ে কালের কণ্ঠ ও আজকের পত্রিকা লিখেছে, ক্যাম্প-১৯-এর এ-ব্লকে একটি দোকানের সামনে সৈয়দ হোসেনকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত ও গুলি করা হয়৷ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়৷

এর আগে দুষ্কৃতকারীদের হাতে সৈয়দ হোসেনের বাবা জামিল হোসেন মারা যান বলে ঐ পুলিশ কর্মকর্তা জানান৷ সে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপর ছিলেন সৈয়দ হোসেন৷ প্রাথমিকভাবে জানা গেছে, সে ঘটনার জেরেই খুন হয়েছেন তিনি৷

তাজনিমারখোলা ক্যাম্পের রোহিঙ্গারা জানান, মুখোশধারী একদল যুবক ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র বের করে সৈয়দকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়৷ সন্ত্রাসীরা সৈয়দ হোসেনের হাতে, গলায় ও বুকে আঘাত করে৷

স্থানীয় রোহিঙ্গাদের দাবি, হাফেজ সৈয়দ হোসেন আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সব সময় সোচ্চার ছিল৷ এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের৷

এ নিয়ে গত এক সপ্তাহে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড ঘটল৷ এর আগে গত ১৫ অক্টোবর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/ ১৮ ব্লকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই মাঝি আনোয়ার ও ইউনুসকে হত্যা করে দুর্বৃত্তরা৷ এ ঘটনায় ১৮ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করে এপিবিএন৷

একেএ/কেএম (কালেরকণ্ঠ/আজকের পত্রিকা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য