1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরএএফ-এর প্রাক্তন সদস্য ভেরেনা বেকার গ্রেপ্তার

২৮ আগস্ট ২০০৯

১৯৭৭ সালে জার্মানির ফেডারেল প্রসিকিউটার জেনারেল সিগফ্রিড বুবাক-এর হত্যাকান্ডের সূত্রে সত্তর দশকের ত্রাসসৃষ্টিকারী নগর গেরিলা সংগঠন আরএএফ-এর প্রাক্তন সদস্য ভেরেনা বেকারকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/JKqW
ফাইল ফটোছবি: picture alliance / dpa

সহিংস সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধে তার যাবজ্জীবন কারাদন্ড হয়েছিল৷ ১৯৮৯ সালে ক্ষমা পেয়ে বেকার মুক্ত হয়৷ ডিএনএ বিশ্লেষণ থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে তাকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে৷

বত্রিশ বছর পর বুবাক হত্যাকান্ড নাটকীয় এক মোড় নিল৷ নতুন করে সন্দেহের মুখে পড়ল বর্তমানে ৫৭ বছর বয়স্কা প্রাক্তন উগ্র বাম সন্ত্রাসী ভেরেনা বেকার৷ শুক্রবার কর্লসরুহের মুখ্য কৌঁসুলির দপ্তর থেকে বলা হয়েছে, জোর সন্দেহ যে, বেকার ১৯৭৭ সালের ৭ এপ্রিল অন্যদের সঙ্গে মিলে তখনকার প্রসিকিউটর জেনারেল বুবাক ও তাঁর দুই সঙ্গীকে হত্যা করেছিল৷ তবে তার গুলিতেই-যে তাঁরা নিহত হয়েছিলেন, এমন প্রমাণ এখনও নেই৷

মুখ্য কৌঁসুলির দপ্তর থেকে বলা হয়েছে, ঐ সহিংস হামলার প্রস্তুতি নেয়া এবং তা বাস্তবায়িত করার ক্ষেত্রে বেকার বড় রকমের ভূমিকা রেখেছিল বলে সন্দেহ৷ তার বিরুদ্ধে অভিযোগ, বুবাকের ওপর রেড আর্মি ফ্যাকশন - আরএএফ - এর ‘কমান্ডো উলরিকে মাইনহফ'-এর ঐ হামলায় অংশ নিয়েছিল বেকার৷ হামলায় বুবাক-এর সঙ্গে নিহত হন তাঁর গাড়ির চালক এবং একজন পুলিশকর্মী৷

১৯৭৭ সালে আরএএফ একের পর এক সহিংস হামলা চালিয়েছিল৷ এই সব হামলার পরিকল্পনা করেছিল আরএএফ সন্ত্রাসী সংগঠনের এক দল কট্টর সদস্য৷

হত্যাকান্ডের পরপরই তদন্ত শুরু হয়েছিল বেকারের বিরুদ্ধে এবং ১৯৭৭ সালের তেসরা মে তাকে গ্রেপ্তার করা হয়৷ সন্দেহ পুরোপুরি নিরসন না হওয়া সত্ত্বেও অকাট্য প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে চালিত তদন্তকাজ সেসময় বন্ধ করে দেয়া হয়৷ দীর্ঘদিন বুবাক-এর মূল হত্যাকারী বলে চিহ্নিত হয়েছিল আরএএফ সন্ত্রাসী ক্রিস্টিয়ান ক্লার, ক্নুট ফলকার্টস আর গ্যুন্টার জনেনবার্গ৷ অন্যান্য সন্ত্রাসী কাজকর্মের অপরাধে বেকারকে ১৯৭৭ সালের ২৮শে ডিসেম্বর যাবজ্জীবন করাদন্ড দেয়া হয়৷ ১৯৮৯ সালে ক্ষমা করা হয় তাকে৷

আর এক প্রাক্তন সন্ত্রাসীর বক্তব্যের প্রেক্ষাপটে ভেরেনা বেকারের বিরুদ্ধে নতুন করে তদন্তকাজ শুরু হয় সম্প্রতি৷ হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করে পাঠানো আরএএফ-এর এক চিঠির খামের ডিএনএ বিশ্লেষণ থেকে বেকারের যোগের নতুন প্রমাণ পাওয়া গেছে বলে প্রকাশ৷ ২০শে আগস্ট বার্লিনে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েও এমন কিছু কাগজ পত্র পাওয়া গেছে যা থেকে সন্দেহটা হয়েছে আরো জোরদার৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ