1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরাজুল আলম খান মারা গেছেন

৯ জুন ২০২৩

বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান মারা গেছেন৷ ৮২ বছর বয়সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান৷

https://p.dw.com/p/4SNN4
সিরাজুল আলম খান৷
বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন সিরাজুল আলম খান৷ছবি: Iftekhar Hossain

সিরাজুল আলম খান শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার৷ সংবাদ মাধ্যমটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়৷ শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় তিনি মারা যান৷

ষাটের দশকে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদকে নিয়ে  স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার ‘নিউক্লিয়াস' গঠন করেন  সিরাজুল আলম খান৷ পাকিস্তানের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন সংগঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ তবে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সঙ্গে মতভেদ তৈরি হয়৷ ছাত্রলীগ থেকে তিনি সরে যান৷ পরবর্তীতে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে ভূমিকা রাখেন সিরাজুল আলম খান৷

এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ভোটে হেরে যাওয়ার পর ম্যাকার্খি স্পিকার পদ হারালেন।
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান