1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সালাহউদ্দিন যে-কোনো সময় দেশে ফিরতে পারবেন’

৯ জুন ২০২৩

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের মামলায় সে দেশের মেঘালয় রাজ্যের শিলং জজ কোর্ট থেকে খালাস পাওয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এখন যেকোনো সময় দেশে ফিরতে পারবেন৷

https://p.dw.com/p/4SNCd
২০১৫ সালে আইনশৃঙ্খলা বাহিনী দুইমাস আটকে রাখার পর তাকে ভারতে রেখে এসেছিল বলে ডয়চে ভেলের কাছে দাবি করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ৷ বর্তমানে দেশে ফেরার অপেক্ষায় আছেন তিনি৷
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এখন যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷ছবি: DW

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার আবেদন মঞ্জুর করেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করেছে৷’’

সালাউদ্দিন কবে দেশে ফিরতে পারেন- এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘‘এটা তার ওপর নির্ভর করবে৷ তিনি যেকোনো সময় আসতে পারবেন৷’’

সাক্ষাৎকার: সালাহউদ্দিন আহমেদ

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ৷ নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে জানা যায়৷

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ৷ একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়৷

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান৷

পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন পরে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন৷

রফিকুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন মঞ্জুর করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গৌহাটিতে সহকারী হাইকমিশনকে জানিয়েছে৷’’

জেকে/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ভোটে হেরে যাওয়ার পর ম্যাকার্খি স্পিকার পদ হারালেন।
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান